প্রকাশিত: Fri, Apr 14, 2023 6:43 AM আপডেট: Tue, Jan 27, 2026 3:04 AM
জলবায়ু অভিযোজনে খরচ হবে ২.৮ ট্রিলিয়ন ডলার
ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা নয় ঋণ দিতে চায় উন্নত দেশগুলো
আসাদুজ্জামান সম্রাট, ওয়াশিংটন ডিসি থেকে: জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন এবং লস এ্যান্ড ড্যামেজ তহবিলে অর্থ সহায়তা দিতে সম্মত হচ্ছে না। তারা ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সম্মেলন থেকে ভালো কোন সংবাদ না-ও আসতে পারে।
গবেষণার তথ্যানুযায়ী, ধনী দেশগুলো ৮৬ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী। অন্যদিকে, মাত্র ১৪ শতাংশ কার্বন নিঃসরণ করে গরীব দেশগুলো। কিন্তু সবচেয়ে কম কার্বন নিঃসরণ করেও সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে গরিব দেশ। বছর জুড়েই নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে গরিব দেশগুলো। যার প্রভাব প্রাকৃতির পাশাপাশি অর্থনৈতিকভাবে মোকাবিলা করতে হচ্ছে দেশগুলোকে। অতিরিক্ত কার্বন নিঃসরণের দায় নিয়ে ধনী দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলে তারা কথা রাখেনি। উল্টো বর্তমানে ধনী দেশগুলো অর্থ সহায়তা না দিয়ে ঋণ দিবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বিভিন্ন সভায় জানানো হয়, চলতি বছর থেকে আগামী ২০৩০ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ঠেকানো ও এর স্থিতিশীলতা ধরে রাখতে উন্নয়নশীল দেশগুলোর সরকারী-বেসরকারী তহবিলসহ প্রায় ২.৮ ট্রিলিয়ন ডলার খরচ হবে। তবে এইক্ষেত্রে ধনী দেশগুলো তাদের কোষাগার থেকে অনুদান হিসেবে অর্থ দিতে চাইছে না। তারা ঋণ দিতে চায়। অনুদান হিসেবে অর্থ বরাদ্দ সংকুচিত হয়ে আসলেও তুলনামূলক দুর্বল অর্থনীতির দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ সহায়তা বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক।
জলবায়ু সংক্রান্ত অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বক্তব্য রাখেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো বেশি দায়ী এমন ধারণা বিশ্বের বেশিরভাগ দরিদ্র দেশগুলোর। আর এজন্য এই খাতে ধনী দেশগুলো যেন আরও বেশি অগ্রণী ভূমিকা রাখে তাই প্রত্যাশা দরিদ্র দেশগুলোর।
অনুষ্ঠানে ভালনারেবল টুয়েন্টির (ভি-২০) চেয়ারম্যান ঘানার অর্থমন্ত্রী ক্যান ওফোরি আত্তা বলেন, ঋণ, কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে সফলভাবে কাজ করার বিষয়গুলো হবে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্টের জন্য সত্যিকার চ্যালেঞ্জ। এক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যে ভরা দেশগুলোকে এক কাতারে আনার মতো কঠিন দায়িত্বের কথাও উল্লেখ করেন আত্তা।
অনুষ্ঠানে গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট মাসুদ আহমেদ বলেন, দরিদ্রতম দেশগুলোর সঙ্গে ধনী দেশগুলো এ সমস্যাগুলো কাঁধে কাঁধ রেখে কীভাবে মোকাবিলা করবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাব নেই। আমরা চাই ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও অগ্রণী ভূমিকা পালন করুক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট